Site icon janatar kalam

এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণে নতুন নির্বাচনী মানদণ্ড ঘোষণা ক্রীড়া মন্ত্রকের

জনতার কলম ওয়েবডেস্ক :- যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রক এশিয়ান গেমস ২০২৬ এবং অন্যান্য বহুক্রীড়া প্রতিযোগিতায় ভারতীয় খেলোয়াড় ও দলের অংশগ্রহণের জন্য নতুন নির্বাচনী মানদণ্ড প্রকাশ করেছে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, স্বচ্ছ ও ন্যায্য প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে শুধুমাত্র পদক জয়ের বাস্তব সম্ভাবনা থাকা খেলোয়াড়রাই প্রতিযোগিতায় সুযোগ পান।

নতুন নির্বাচনী মানদণ্ডে পরিমাপযোগ্য ও অপরিমাপযোগ্য ইভেন্টের জন্য পৃথক বেঞ্চমার্ক নির্ধারণ করা হয়েছে। এগুলো হবে এশিয়ান গেমস, প্যারা এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, যুব অলিম্পিক এবং এশিয়ান যুব গেমসে অংশগ্রহণের ক্ষেত্রে মূল নির্দেশিকা।

তবে এই মানদণ্ড অলিম্পিক ও অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কারণ সেখানে অংশগ্রহণের সুযোগ নির্ভর করে সংশ্লিষ্ট আন্তর্জাতিক ফেডারেশনের নির্ধারিত যোগ্যতার মানদণ্ডের উপর।

 

Exit mobile version