Site icon janatar kalam

এলাকার ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাড়িয়ে যথাসম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ঘূর্ণিঝড় রেমালের কারণে জিরানীয়া ও রাণীরবাজার এলাকার ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়ালেন এলাকার বিধায়ক সুশান্ত চৌধুরী এবং তাদের সাথে কথা বলেন তিনি। ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত এলাকা। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীদের যথাসম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেন মন্ত্রী।

এদিনের সফরকালে উপস্থিত ছিলেন, মজলিশপুর মন্ডলের সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রতন কুমার দাস, জিরানীয়া পঞ্চায়েত সমিতির ভাইস-চেয়ারম্যান প্রীতম দেবনাথ, মহকুমা শাসক শান্তি রঞ্জন চাকমা, রাণীরবাজার পুর পরিষদের ভাইস-চেয়ারম্যান প্রবীর কুমার দাস সহ অন্যান্যরা।

তবে এই দুঃসময়ে এলাকার বিধায়ককে পাশে পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীরা ব্যাপক খুশি ছিল।

Exit mobile version