জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এমপি ফান্ডে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত রাজ্যের দশটি প্রজেক্ট এর জন্য অর্থ বরাদ্দ করেছে সাংসদ বিপ্লব কুমার দেব। ১০ টি প্রজেক্টে মোট তিন কোটি ৩৯ লক্ষ ৬০হাজার ২৬৮ টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও বিপ্লব দেব রাজ্যের স্বার্থসংশ্লিষ্ট ১৭ টি প্রশ্ন রেখেছিল রাজ্য সভায়। তারমধ্যে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর ইতিবাচক হয়েছে ত্রিপুরার জন্য। আগামী দিনেও রাজ্যের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন সংসদের মধ্যে। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরেছেন রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।