Site icon janatar kalam

আসামে নিষিদ্ধ হলো গো-মাংস ভক্ষন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার আসাম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়, বৈঠকে সিদ্ধান্ত হয় আসামে কোথাও খাওয়া যাবে না গো মাংস, হোক অনুষ্ঠান বাড়ি কিংবা হোটেল ও রেস্তোরা। এদিকে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার এই ঘোষণার পরেই আসাম মন্ত্রিসভার মন্ত্রী পীযূষ গোয়েল নিজ সামাজিক মাধ্যমে বিরোধী কংগ্রেসকে একহাত নেন।
জানা গিয়েছে এই বিতর্কের সূত্রপাত সদ্য সমাপ্ত উপনির্বাচনকে কেন্দ্র করে, কেননা আসাম কংগ্রেস নেতৃত্ব রাকিবুল হোসেন অভিযোগ করেছিলেন যে মুসলিম অধ্যুষিত অঞ্চল সামাগরিতে গোমাংস বিলি করেই ভোট বৈতরণী পার করেছে বিজেপি।
তাছাড়া হেমন্ত বিশ্ব শর্মার এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট। এখন দেখার বিষয় আসামের শাসকদলের মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের জেরে আসামের রাজনৈতিক পারদ কতটুকু গড়ায়।
Exit mobile version