Site icon janatar kalam

এফআরএস পদ্ধতি প্রত্যাহারের দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের সভা ও বিক্ষোভ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এফআরএস গদ্ধতি প্রত্যাহারের দাবিতে শুক্রবার অভয়নগরে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা অধিকর্তার কার‍্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ করে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেয়ার্স ইউনিয়ন। ইউনিয়নের সদস্যরা জানান, নতুন এই এফআরএস পদ্ধতি অঙ্গনওয়াড়ি কর্মীদের উপর বাড়তি চাপ সৃষ্টি করছে। বাস্তব পরিস্থিতির সঙ্গে এর কোনো সাযুজ্য নেই। তাঁদের দাবি, এই পদ্ধতি শুধু যে অতিরিক্ত প্রশাসনিক জটিলতা তৈরি করছে তাই নয়, বরং কাজের পরিবেশকেও প্রভাবিত করছে।

ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে কর্মীরা বিক্ষোভ দেখানও স্নোগান দেন। তাদের দাবি অবিলম্বে এফআরএস পদ্ধতি প্রত্যাহার করতে হবে। এদিন সংগঠনের পক্ষ থেকে অধিকর্তার দপ্তরে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়। যেখানে এই পদ্ধতির সমস্যাগুলি বিস্তারিতভাবে তুলে ধরা হয় এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্যে অনুরোধ করা হয়। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান ইউনিয়নের সদস্যারা।

Exit mobile version