Site icon janatar kalam

এপ্রিল মাসের মধ্যে পরিশ্রুত পানীয় জল দেবার আশ্বাস মেয়র দীপক মজুমদারের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা শহরকে সুন্দর ভাবে সাজিয়ে তোলার কাজ চলছে। বিভিন্ন ওয়ার্ড এলাকায় চলছে বিভিন্ন প্রকল্পের কাজ। শনিবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ১৭ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর ও সংশ্লিষ্ট আধিকারিক-ইঞ্জিনিয়ারদের নিয়ে কিছু এলাকা পরিদর্শন করেন।তিনি বিজয় কুমার চৌমুহনী এলাকা পরিদর্শন করেন। চলমান কাজ ঘুরে দেখেন।

মেয়র দীপক মজুমদার জানান, এই এলাকায় পানীয় জলের সমস্যা নিরসনের জন্য যে কাজ চলছে তা এপ্রিল মাসের মধ্যে শেষ হয়ে যাবে। রাজ্য সরকার, জল বোর্ড ও পুর নিগম কাজ করে চলেছে। বিশুদ্ধ পানীয় জল পাবেন যেসব এলাকায় সমস্যা রয়েছে সেখানকার লোকজন। তাছাড়া অন্য এলাকার নাগরিকরাও সুবিধা পাবেন। মেয়র আরও জানান বিদুরকর্তা চৌমুহনী থেকে অফিসারস কোয়ার্টার লেন এলাকায় ড্রেনে বর্ষাকালে জল জমে।

অভিযোগ জায়গা বেদখলের ফলে ড্রেন সংস্কার করা যাচ্ছে না। তাই জল যাতে না জমে সেই ব্যবস্থা করা হবে। কিছু রাস্তাও সংস্কার করা হবে। মেয়র দীপক মজুমদার জানান পুর নিগম এলাকার অন্য ওয়ার্ডের সঙ্গে ১৭ নম্বর ওয়ার্ডেও দুই বছরে অনেক কাজ হয়েছে।

Exit mobile version