জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জানা গিয়েছে এরা দুজনে মিলে একসাথে দূরপাল্লার ট্রেনে করে মাদক দ্রব্য বহনের কাজ করতো। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আটকৃত ধৃতরা হলো মোহাম্মদ মেহেদী হাসান নাজমুল ও শাহেনা আক্তার।
আটক যুবকের বাড়ি সোনামুড়া থানাধীন কুলুবাড়ি এলাকায় এবং ধৃত মহিলার বাড়ি বিশালগড় থানাধীন চড়িলাম আড়ালিয়াতে। আটকৃত ধৃতদের কাছ থেকে তাদের কাছ থেকে মাদকদ্রব্য কেনাবেচার প্রায় ৮ লক্ষ ৩০ হাজার টাকা বাজেয়াপ্ত করে পুলিশ এবং শনিবার ধৃতদের আদালতে তোলা হয়েছে।