এডিসি নির্বাচনে আই পি এফ টি সর্বশক্তি দিয়ে মাঠে নামবে: শুক্লা
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন এডিসি নির্বাচনে আই পি এফ টি সর্বশক্তি দিয়ে মাঠে নামবে। এডিসি নির্বাচনে দলের বড় ভূমিকা থাকবে। সরাসরি এই কথা বললেন আই পি এফ টির মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে দলের এক গুরুত্বপূর্ণ সভা হয়। সেখানে এডিসি নির্বাচনে দলের রণকৌশল, সাংগঠনিক দিক, আগামী দিনের কর্মসূচি এই সমস্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
মন্ত্রী শুক্লা চরণ দাবি করেন ২০২১ সালে এডিসি নির্বাচন হয়েছিল। সামনে ২০২৬ সালে আবার হতে চলেছে। দলের এখন মূল লক্ষ এডিসি নির্বাচনে সাফল্য ও পৃথক রাজ্য গঠন করা। তিনি আরো বলেন, একটি দুষ্টচক্র বিগত এডিসি নির্বাচনের পর দলকে দুর্বল করার চেষ্টা করেছিকরে। কিন্তু এখন প্রায় প্রতিদিন পাহাড়ে মানুষ তে যোগদান করছেন।
যারা দল ছেড়ে চলে গিয়েছিলেন তারা পুনরায় ফিরে আসছেন। এদিনের বৈঠকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতৃত্বরা আসেন। আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি, মথা আইপিএফটি-র মধ্যে আসন সমঝোতা হয় নাকি শাসক গোষ্ঠীর এই তিন দল পৃথক ভাবে নির্বাচনে লড়াই করে সেটাই দেখার।