Site icon janatar kalam

এটা গণতন্ত্র নয়, এটা একনায়কত্ব,মোদীকে তার কাছ থেকে মুক্তি দিতে হবে : শরদ পাওয়ার

জনতার কলম ওয়েবডেস্ক :- NCP-SCP প্রধান শরদ পাওয়ার মহারাষ্ট্র বারামতিতে জনসভায় ভাষণ দিতে গিয়ে বলেন, “আমি যখন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী ছিলাম তখন গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে কোনো পক্ষপাত ছাড়াই সাহায্য করেছি, কিন্তু আজ সেই ব্যক্তিই আমার বিরুদ্ধে ব্যক্তিগত মন্তব্য করছেন। আজ যদি কেউ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললেন, তাকে জেলে পাঠানো হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন তাকেও জেলে পাঠানো হয়েছে। এটা গণতন্ত্র নয়, এটা একনায়কত্ব। আজ মোদির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে। আমাদের তাকে তার কাছ থেকে মুক্তি দিতে হবে।

Exit mobile version