Site icon janatar kalam

এখনও সুস্থ আছি, পার্টি আমাকে যে ভাবে ব্যবহার করবে, আমি তৈরি আছি: দিলীপ

জনতার কলম ওয়েবডেস্ক :- লোকসভা নির্বাচনের পর রাজ্য বিজেপির অগ্রগতি নিয়ে প্রশ্ন সভাপতি দিলীপ ঘোষ। নাম না করে তিনি কটাক্ষ করলেন বিজেপির বর্তমান গোষ্ঠীকেন্দ্রিক নেতৃত্বকে। পাশাপাশি নিজের সক্রিয় অবস্থান জানিয়ে বললেন, “ম্যায় হুঁ না। মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “আমি কারও সার্টিফিকেট কোনও দিন চাইনি।

কাউকে ওড়াতেও চাই না। আমার আমলেই এরা সব এসেছেন আমার কাছে। তাদের নিয়ে পার্টি কাজ করে এগিয়েছে। এখন প্রশ্ন উঠছে, এগোচ্ছে না কেন? সেজন্য এই ধরণের প্রশ্ন উঠছে। সেই প্রশ্নের উত্তর দিতে হবে। নিজের ভূমিকা সম্পর্কে স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, “দিলীপ ঘোষ তৈরি আছে। রাস্তায় আছে। কর্মীদের মাঝখানে আছে। যে কাজ দিয়েছেন, আমি সেটা নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করেছি। এখনও সুস্থ সবল আছি।

পার্টি আমাকে যে ভাবে ব্যবহার করবে, আমি তৈরি আছি। ম্যায় হুঁ না? প্রসঙ্গত, সদ্য রাজ্য বিজেপির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শমীক ভট্টাচার্য। গত সপ্তাহেই তাঁর সঙ্গে দেখা করেছেন দিলীপ ঘোষ। জানিয়েছেন, শমীক ভট্টাচার্যের নেতৃত্বে দলের হয়ে কাজ করতে আগ্রহী তিনি।

Exit mobile version