Site icon janatar kalam

এক সরকারি কর্মচারীকে শিশুচোর অভিযোগে আটক করে গণধোলাই

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শহরের বুকে শিশু অপহরণের মতো গুরুতর অপরাধের চেষ্টা। এক সরকারি কর্মচারীকে শিশুচোর অভিযোগে আটক করে গণধোলাই দেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পশ্চিম থানার পুলিশ। তার নাম অরুণ কুমার দেব। তিনি পানীয় জল ও স্বাস্থ্যবিধি দফতরের কর্মচারী। তার বিরুদ্ধে পশ্চিম থানায় শিশুচুরির মামলা করেছেন খয়েরপুর বণিক্য চৌমুহনি এলাকার বাসিন্দা জয়ন্ত দেব। চকোলেট দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে অপহরণের চেষ্টা হয়েছে। ঘটনা খোশবাগান এলাকার মতো ভিড় এলাকায়। জয়ন্ত অভিযোগ করেছেন তিনি ছেলেকে খোশবাগানের শ্বশুরবাড়ির সামনে দিয়ে সূর্যচৌমুহনিতে গিয়েছিলেন। বাইক নিয়ে যাওয়ার সময় দেখেন এক ব্যক্তি মোটরচালিত বাইসাইকেলে তার ছেলেকে নিয়ে পালিয়ে যাচ্ছে। তিনি দূর থেকে ডাকলেও গলির রাস্তা দিয়ে পালিয়ে যায় বাইসাইকেল চালক। সাইকেলের পেছনে বাইক নিয়ে রওনা দেন তিনি। শেষ পর্যন্ত গোলবাজারের কাছে একটি ক্লাবের সামনে স্থানীয়রা তাকে আটক করে। বাইসাইকেল থেকে নামিয়ে স্থানীয় ক্লাব সদস্যরা ছেলেধরা অভিযোগে ওই ব্যক্তিকে গণধোলাই দেয়।শিশুটি পুলিশকে জানিয়েছে, চকোলেট দেওয়ার নাম করেই সাইকেলে জোর করে উঠিয়েছিলেন ওই ব্যক্তি। তার বাবার ডাক শুনে সাইকেল থেকে নামাতে বলেছিলো। কিন্তু নামায়নি। এদিকে, পুলিশের হাতে ছেলেধরা সন্দেহে ধৃত অরুণ কুমার জানান, তিনি কোনও ছেলেধরা নন। রবীন্দ্রনগরে তার বাড়ি। কাপড় কিনতে এসেছিলেন খোশবাগানের কাছে। এখানেই একটি বাচ্চা তাকেক্লাবের সামনে এগিয়ে দিতে বলেছিলো। তিনি শিশুটিকে একা দেখে সাইকেলে উঠান। ভালো কাজ করতে গিয়ে পাল্টা মার খেলেন। এই ঘটনার এর তদন্ত শুরু করেছে পুলিশ। শহরের মধ্যে শিশু চুরির অভিযোগ উঠায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

Exit mobile version