Site icon janatar kalam

এক ব্যবসায়ীর ৩ লক্ষ টাকা ছিনতাই করল দুষ্কৃতিকারীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দোকান থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীর ৩ লক্ষ টাকা ছিনতাই করল দুষ্কৃতিকারীরা । ঘটনা কমলাসাগর বিধানসভার মধুপুর থানাধীন মধুপুর জাম চৌমুহনী এলাকায়। আতঙ্ক ব্যবসায়ী মহলে। সংবাদে প্রকাশ মধুপুর জাম চৌমুহনী এলাকার ব্যবসায়ী হরিপদ সাহা দীর্ঘদিন ধরে রাবার ব্যবসার সঙ্গে জড়িত। শনিবার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন হরিপদ সাহা। যদিও তার বাড়ি দোকান থেকে দেড়শো মিটার দূরত্বে। মাঝপথে মুখে কালো কাপড় বাধা দুষ্কৃতিকারীরা পথ আটকায় এবং কিছু বুঝে ওঠার আগেই আক্রমণ করে তার কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মধুপুর থানার পুলিশ । পুলিশ সন্দেহজনক ভাবে দুই যুবককে রাতেই আটক করেছে। উল্লেখ্য কিছুদিন পূর্বেও গকুলনগর রাস্তার মাথা এলাকার ছিনতাই কাণ্ডে কমলা সাগর বিধানসভার মিয়াপাড়া ও নতুন কলোনির ছয় ছিনতাইকারীকে আটক করেছিল বিশালগড় থানার পুলিশ। গতকালের ছিনতাই কাণ্ডে এই ছিনতাই কারীরা জড়িত থাকতে পারে এমনটাই গুঞ্জন ব্যবসায়ী মহলে।

 

 

 

Exit mobile version