Site icon janatar kalam

এক বছরে চার মাসের প্যারোলে ছাড়া পেলেন, বেশি জেলের বাইরে রাম রহিম

জনতার কলম ওয়েবডেস্ক :- ২০২৪ সালের ২০ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত রাম রহিম মোট ১৪২ দিন প্যারোলে মুক্তি পেয়ে জেলের বাইরে ছিলেন। গত এক বছরে পাঁচ বার তাঁর প্যারোল মঞ্জুর করেছে হরিয়ানার বিজেপি সরকার।আবার প্যারোলে মুক্তি পেলেন ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিংহ। হরিয়ানা সরকার তাঁকে ২১ দিনের জন্য জেলের বাইরে থাকার অনুমতি দিল। জানুয়ারির শুরুতেও রাম রহিম ৩০ দিনের প্যারোলে মুক্তি পেয়েছিলেন।

২০২৪ সালের ২০ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত রাম রহিম মোট ১৪২ দিন প্যারোলে মুক্তি পেয়ে জেলের বাইরে ছিলেন। অর্থাৎ, গত এক বছরে চার মাসই প্যারোলে মুক্ত ছিলেন তিনি। পাঁচ বার তাঁর প্যারোল মঞ্জুর হয়েছে। ২০২০ সাল থেকে ধরলে সেই সংখ্যা দাঁড়ায় ১৩-তে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সাল থেকে এখনও পর্যন্ত মোট ৩২৬ দিন জেলের বাইরে ছিলেন রাম রহিম।

২০০২ সালে রাম রহিমের ডেরার রাজ্য কমিটির সদস্য রণজিৎ সিংহের খুনের মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হলেও গত মে মাসে পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট মুক্তি দিয়েছে রাম রহিমকে। তবে আশ্রমের ভিতরে দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে ২০১৭ সালে নিম্ন আদালতে ২০ বছরের সাজা খাটছেন ডেরা প্রধান। তাঁর বর্তমান ঠিকানা এখন হরিয়ানার রোহতকের সুনিয়া জেল। বুধবার সেই জেল থেকে বেরিয়ে তিনি সোজা চলে যান সিরসায় তাঁর ডেরার সদর দফতরে।

জেলে থাকাকালীন রাম রহিমের ঘন ঘন প্যারোলে মুক্তি নিয়ে নানা সময়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। বেশ কয়েকটি সংগঠন তাঁর গ্যারোলের বিরোধিতা করেছে বার বার। তবে হরিয়ানা, গজাব, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে সিরসা এলাকায় রামরহিমের ডেরার প্রচুর সংখ্যক ভক্ত থাকার জন্য তিনি রাজনৈতিক দলগুলিরও ‘অনুগ্রহ’ পেয়ে থাকেন বলে একটি অংশের অভিযোগ। ২০১৭ সালে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর এই নিয়ে দ্বিতীয় বার রাম রহিম ডেরার সদর দফতরে যাওয়ার অনুমতি গেলেন। বাকি সময় প্যারোলে জেলের বাইরে এলেও সিরসায় যাওয়ার অনুমতি ছিল না তাঁর।

Exit mobile version