Site icon janatar kalam

এক চোরাকারবারি বাংলাদেশিকে আহত অবস্থায় ভারতে পেলো পুলিশ 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিলোনিয়া সিমান্তে প্রতিনিয়ত চোরাইকারবারী হচ্ছে তার সত্যতা মিললো আজ। বি এস এফ , কাষ্টম ও পুলিশের মধ্যো গোপন সংযোগে এইধরেন চোরাই কারবারি প্রতিনিয়ত ঘটোযাচ্ছে বলে অভিযোগ উঠে আসছে। এরইমধ্যো বুধবার বিলোনিয়া মুহুরীঘাট চেকপোষ্ট সংলগ্ন এলাকায় আহত অবস্থায় এক বাংলাদেশীকে উদ্ধারকরে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসলো বিলোনিয়া থানার পুলিশ।
আহত ব্যক্তির সঙ্গে কথাবলে জানাযায় আজ সকালে বিলোনিয়া চেকপোষ্ট সংলগ্ন কাঁটাতার ডিঙ্গিয়ে সে বাংলাদেশ থেকে বিনা পাসপোর্টে চোরাইপথে বিলোনিয়ায় প্রবেশকরে। সে প্রতিনিয়ত চোরাইপথে পেঁয়াজ ও রসুনের ব্যাবসাকরে বলে জানায়। এরইমধ্যে আজ বাংলাদেশথেকে সে আহত অবস্থায় চোরাইপথে বিলোনিয়া প্রবেশকরে। বাংলাদেশী যুবকে কে বা কাহারা আহত করেছে সঠিকভাবে বলতে পারছেনা।
ঘটনার তদন্তে নেমেছে বিলোনিয়া থানার পুলিশ। আহত বাংলাদেশি বর্তমানে শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বিলোনিয়া সিমান্তদিয়ে প্রতিনিয়ত এইধরনের চোরাই কারবারীদের প্রবেশে পুলিশ, বি এস এফ ও চেকপোষ্টে কর্মরত কাষ্টম অফিসারদের ভূমিকা নিয়ে প্রশ্ন করছে সকলে।

 

 

Exit mobile version