Site icon janatar kalam

এএমসি আয়োজিত “শারদ সম্মান” ২০২৫: পুরস্কার, স্বচ্ছ বিচার ও নারী নেতৃত্বের স্বীকৃতি

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন (এএমসি) এবারও শহরের দুর্গা পূজা উদযাপনকে সম্মান জানাতে আয়োজন করছে ‘শারদ সম্মান ২০২৫’। এই বার্ষিক অনুষ্ঠানটি এবার তৃতীয় বছর পালিত হতে যাচ্ছে।

বুধবার এএমসি কনফারেন্স হলে মেয়র দীপক মজুমদার-এর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, এমআইসি সদস্য, কর্পোরেটর এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মিডিয়াকে বক্তব্য দেওয়ার সময় মেয়র মজুমদার জানান, অনুষ্ঠানটির চূড়ান্ত তারিখ এখনও নির্ধারিত হয়নি। তবে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এবার প্রোগ্রামটি আগের বছরের থেকে আরও সার্থক করার লক্ষ্য নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, “চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হবে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা-র সঙ্গে পরামর্শের পর। অনুষ্ঠানটি সম্ভাব্যভাবে দেওয়ালির আগে অথবা ২৩ বা ২৪ অক্টোবর অনুষ্ঠিত হতে পারে।”

মেয়র আরও জানান, ‘শারদ সম্মান’ মূলত সেই ক্লাবগুলিকে সম্মান জানায় যারা সরকারের নির্দেশিকা এবং নাগরিক নিয়মাবলী অনুযায়ী দুর্গা পূজা উদযাপন করেছে।

পুরস্কারের কাঠামো-এর তথ্য দিয়ে মেয়র বলেন, “এএমসির চারটি জোনে চারটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে—সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা আলোজ্জ্বলন এবং সেরা থিম। প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ী ক্লাব পাবেন ২৫,০০০ টাকা এবং ট্রফি। এছাড়া শহরের পাঁচটি শীর্ষ ক্লাব পাবেন ৫০,০০০ টাকা এবং ট্রফি।”

তিনি জোর দিয়ে বলেন, বিচার প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হবে। “কোনও এএমসি কর্মকর্তা বিচার প্রক্রিয়ায় যুক্ত নয়। নিবন্ধিত ক্লাবগুলিকে স্বাধীন জুরি সদস্যরা মেধার ভিত্তিতে মূল্যায়ন করবেন। বিশেষভাবে সেই ক্লাবগুলোকে সম্মান জানানো হবে যারা তাদের থিমে সামাজিক বার্তা তুলে ধরেছে, যেমন—এইডস সচেতনতা, মাদকবিরোধী প্রচারণা, পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণ।”

মেয়র আরও জানান, এএমসির আওতায় সবচেয়ে ভালো নারী নেতৃত্বাধীন পূজাকেও বিশেষ পুরস্কার প্রদান করা হবে, যা নারী নেতৃত্বের গুরুত্বকে তুলে ধরে।

মেয়র মজুমদার শেষে বলেন, “উৎসাহের সঙ্গে প্রস্তুতি জোরদার হচ্ছে। ‘শারদ সম্মান ২০২৫’ আগরতলায় সৃজনশীলতা, নাগরিক দায়িত্ববোধ এবং সাংস্কৃতিক গর্বের এক উজ্জ্বল উদযাপন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।”

 

 

 

 

Exit mobile version