Site icon janatar kalam

ঋণে জর্জরিত যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মোবাইল নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া । পরি নামে ফাঁসিতে আত্মহত্যা করল স্বামী ।ঘটনা রাজধানীর চান্দিনা মুড়া এলাকায় । গভীর শোকের ছায়া পরিবার-পরিজনদের মধ্যে । ভূপাল সরকার নামে ২৭ বছরের যুবক সামাজিকভাবে বিয়ে করেছিল দুর্জয়নগরের অপর্না মণ্ডল সরকারকে । গত সাত বছর আগে বিয়ে হয়েছিল তাদের । বর্তমানে একটি কন্যা সন্তান রয়েছে । সম্প্রতি ঋণের জালে জর্জরিত হয়ে পড়েছিল ভূপাল । ঘর থেকে স্ত্রীর গলার চেইন পর্যন্ত নিয়ে বিক্রি করে ফেলেছিল । ঋণের জ্বালায় প্রায় প্রতিদিন সংসারে অশান্তি লেগেই থাকতো । মারধর করতো স্ত্রী ও কন্যাকে । গতকালকেও স্ত্রীকে মারধর করায় সে চলে গিয়েছিল বাপের বাড়িতে । এই সুযোগে রাগে অপমানে ভোপাল খালি ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে । ঘরের দরজা ভেঙ্গে উদ্ধার করে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে । জিবিতে চিকিৎসকরা দেখেই তাকে মৃত বলে ঘোষণা করে ।

 

 

 

Exit mobile version