Site icon janatar kalam

ঊনকোটি পরিদর্শনে মিজোরাম শহরে বলিউড নায়িকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর জেলার ঊনকোটি পরিদর্শনে কৈলাসহরে এসেছে মিজোরাম শহরের মেয়ে তথা বলিউড ওয়েব সিরিজের অভিনেত্রী নুনুই রোয়াললেং। নুনুই প্রথমবার ত্রিপুরায় এসেছে । পানিসাগরে একটি বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করেই তার পর্যটন কেন্দ্র ঊনকোটি সফর। ঊনকোটির সৌন্দর্যে সে মুগ্ধ এবং এখানকার লোকজনদের ব্যবহারও তাকে মুগ্ধ ও আপ্লুত করে তুলেছে বলে জানান। প্রসঙ্গত গত ডিসেম্বর মাসে তার একটি ওয়েব সিরিজ রিলিজ হয়েছে ইষ্ক-ইয়াপা যা ইতিমধ্যেই এমাজোন প্রাইমে দেখাচ্ছে বলে সে জানায়। ঊনকোটির সৌন্দর্যে বলিউড নায়িকা মুগ্ধ এবং ভবিষ্যতেও আবার আসবে বলে আসা ব্যক্ত করেছে ।

 

 

 

Exit mobile version