জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উৎসবের প্রাক মুহুর্তে রহস্যজনক মৃত্যু হল এবার এক পুলিশ কনস্টেবলের। মৃত পুলিশকর্মীর নাম সুজন বিশ্বাস। বয়স ৩৪ বছর। সুজন পেশায় একজন পুলিশ কনস্টেবল। বাড়ি খোয়াই প্রহরমুড়া এলাকায়। নরসিংগড় পুলিশ একাডেমিতে কর্মরত ছিলেন এই মৃত কনস্টেবল। ঘটনার বিবরণে জানা যায় নরসিংগড় পুলিশ একাডেমি থেকে বৃহস্পতিবার বিকেলে পেশাগত দায়িত্ব পালন করে বাইকে নিজ বাড়িতে ফিরছিলেন সুজন। এর মধ্যেই খোয়াই এলাকায় রাস্তার মধ্যে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। তারা খবর দেয় দমকল বাহিনীর কর্মীদের। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে দমকল বাহিনীর কর্মীরা রক্তাক্ত অবস্থায় সুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার আঘাত গুরুত্বর হওয়ায় সঙ্গে সঙ্গে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে হস্তান্তর করা হয়। জিবিতে নিয়ে আসার কিছুক্ষণ বাদেই মৃত্যুর কোলে ঢলে পড়ে পুলিশ কনস্টেবল সুজন। তবে সুজনের মৃত্যু দুর্ঘটনা জনিত কারণে, নাকি পরিকল্পিতভাবে খুন, সে বিষয়ে কেউ কিছু জানাতে পারেনি। ফলে স্বাভাবিকভাবেই পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যুকে ঘিরে বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে এখন নানা প্রশ্ন।