Site icon janatar kalam

উশু’র প্রশিক্ষকদের নিয়ে তিন দিনের শিবির শুরু

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুক্রবার থেকে উশু’র প্রশিক্ষকদের নিয়ে তিন দিনের শিবির শুরু হলো। রাজধানীর এনএসআরসিসির জুডো হলে আগামী তিন দিন এই প্রশিক্ষণ শিবির চলবে। উশু অ্যাসোসিয়েশন ত্রিপুরা’র উদ্যোগে এবং রাজ্য ক্রীড়া পর্ষদের সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন ওবিসি কল্যাণ পর্ষদের চেয়ারম্যান তাপস মজুমদার।

সারা বিশ্ব ও দেশের সাথে রাজ্যেও ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে উশু ক্রীড়া প্রতিযোগিতা। ইতিমধ্যেই রাজ্যে উশু অ্যাসোসিয়েশন ত্রিপুরা নামে এর সংগঠন গড়ে উঠেছে। বিভিন্ন জেলা এবং মহকুমায় এই সংগঠন বিস্তার করেছে।

উশু খেলার প্রশিক্ষকদের নিয়ে শুক্রবার থেকে তিন দিনের এক প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে রাজধানীর এন এস আর সি সি’র জুডু হলে। আগামী তিন দিন এই প্রশিক্ষণ শিবির চলবে। প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন রাজ্য ওবিসি পর্ষদের চেয়ারম্যান তাপস মজুমদার তিনি এই প্রশিক্ষণ শিবিরের সাফল্য কামনা করেন।

তিন দিনের এই প্রশিক্ষণ শিবিরে প্রতিটি জেলা থেকে পাঁচজন করে মোট ৪০ জন প্রশিক্ষক অংশগ্রহণ করেন। উশু অ্যাসোসিয়েশন ত্রিপুরার উদ্যোগে এবং রাজ্য ক্রীড়া পর্ষদের সহায়তায় এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।

Exit mobile version