জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য বিধানসভার দুটি আসনের উপনির্বাচনে জোট হচ্ছে তিন দলীয়। শনিবার সিপিআইএম সদর দপ্তরে কংগ্রেস, সিপিআইএম ও তিপড়া মথা দলের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন উপার নির্বাচনে তিন দল এক জোট হয়ে লড়বে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। এ দিনের ম্যারাথন বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, গোপাল চন্দ্র রায় ও প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা। অপরদিকে সিপিআইএম দলের তরফে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী মানিক দে, রতন ভৌমিক প্রমুখ। বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে অন্যান্য দলের প্রতিক্রিয়া পাওয়া না গেলেও কংগ্রেসের দাবি বিজেপিকে হটাতে এই তিনটি দল একজোট হয়ে বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।