জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-উন্নয়নের আরেক নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সরকার । যেখানেই বিজেপি সরকার রয়েছে সেখানেই উন্নয়ন আর উন্নয়ন । উন্নয়ন ছাড়া এই সরকারের কোন কথা নেই । বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা ।বিগত সরকারের আমলে রাজ্যে স্বর্ণের যুগ চলছে বলে ঢাকঢোল পেটানো হত । আমরা বর্তমানে স্বর্ণের যুগ বলতে চাইছি না , আমরা বলব রাজ্যে উন্নয়নের যুগ চলছে। চারিদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন । বিগত সরকার উন্নয়নের নামে শুধু আগরতলা শহরে কতগুলি বড় বড় বিল্ডিং ,, একটি উড়ালপুল আর জায়গায় জায়গায় কমিউনিটি হল করেছে । যাতে করে তাদের ভাষণবাজিটা চালিয়ে যেতে পারে । সেটা কি তারা স্বর্ণযুগ বলে অভিহিত করত । বর্তমান সরকার উন্নয়নের আরেক নাম দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সরকার । বিজেপি সরকার যেখানেই রয়েছে সেখানেই উন্নয়নের কর্মযজ্ঞ চলছে ।মঙ্গলবার রাজধানীর অদূরে নাগিছড়াস্থিত নতুন ফিস ট্রানশিপমেন্ট ইয়ার্ডএর উদ্বোধন করে কথাগুলি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা ।