Site icon janatar kalam

উন্নত মানের রেডিওলজি পরিষেবা চালু হলো জিবি হাসপাতালে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা গভর্নমেন্ট মেডিকেল হাসপাতালে রেডিওলজি বিভাগে সমস্ত কিছুর জটিল পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব। বর্তমানে এই হাসপাতালে চিকিৎসা পরিষেবার কোনরূপ ঘাটতি নেই। রেডিওলজি বিভাগে বেশ কিছু পরিষেবা রাত্রি দশটা পর্যন্ত চালু রয়েছে। জানিয়েছেন এই বিভাগের এইচওডি ডা; অসীম দে।

 

এছাড়াও বর্তমানে এই হাসপাতালে নিউরোলজি বিভাগের ব্যাপক প্রসার ঘটানো হয়েছে। বেশ কয়েকটি সুপার স্পেশালিটি ব্লক রয়েছে জিবিপি হাসপাতালে। জানিয়েছেন হাসপাতাল সুপার। ২৪ ঘন্টা খোলা থাকছে সুপার স্পেশালিটি ব্লকগুলি। যেখান থেকে সাধারণ মানুষ সব ধরনের পরিষেবা নিতে পারছে। যার জন্য এখন আর রোগী সাধারণদের চিকিৎসা পরিষেবার জন্য বহির রাজ্যে যেতে হচ্ছে না।

 

 

Exit mobile version