Site icon janatar kalam

উন্নততর, ঐক্যবদ্ধ, ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল ভারত গড়ার লক্ষ্যে কংগ্রেসের সংহতি পদযাত্রা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বনমালীপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের সংহতি পদযাত্রা। রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে কংগ্রেসের তরফে সংহতি পদযাত্রা। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস থেকে শুরু হওয়া এই পদযাত্রা বিভিন্ন এলাকায় হচ্ছে।

তা চলবে ইন্দিরা গান্ধীর জন্মতিথি পর্যন্ত। উন্নততর, ঐক্যবদ্ধ, ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল ভারত গড়ার লক্ষ্যে কংগ্রেসের সংহতি পদযাত্রা সোমবার হয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রে।

উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক গোপাল চন্দ্র রায়,প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যরা। এদিন রামঠাকুর ক্লাব সংলগ্ন এলাকা থেকে পদযাত্রা বের হয়। রাজধানীর বিভিন্ন পথ ঘুরে চন্দ্রপুর স্ট্যান্ডের সামনে গিয়ে শেষ হয়। সেখানে হয় পথসভা।

এদিন সংহতি পদযাত্রায় ব্যাপক সংখ্যায় নারী- পুরুষ অংশ নেয়। বিধায়ক গোপাল চন্দ্র রায় এদিন বলেন, মোদী সরকারের সময়ে ভারতের সংবিধান আজকে বিপন্ন। তিনি এদিন সম্প্রতি বন্যার প্রসঙ্গ টেনে অভিযোগ করেন, যে টাকা বন্যা দুর্গতদের জন্য এসেছে এগুলি লুটপাট হয়েছে।

Exit mobile version