Site icon janatar kalam

উদয়পুর সংশোধনাগারে বন্দীদের জন্য অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-বন্দীদের চিকিৎসা সেবায় আরও গতি ও মানোন্নয়ন ঘটাতে উদয়পুর সংশোধনাগারে আজ উদ্বোধন করা হলো একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স। বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ৯,৪৬,৩৫৮ টাকা ব্যয়ে এই অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে অ্যাম্বুলেন্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের অর্থ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, “আমি বিশ্বাস করি, এই অ্যাম্বুলেন্সটি জরুরি পরিস্থিতিতে বন্দীদের দ্রুত ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

তিনি আরও জানান, সরকারের লক্ষ্য প্রতিকূল পরিস্থিতিতেও বন্দীদের চিকিৎসা সুবিধা সুনিশ্চিত করা এবং সংশোধনাগারের সার্বিক অবকাঠামো উন্নত করা।

উদয়পুর সংশোধনাগারের আধুনিক চিকিৎসা ব্যবস্থায় এই অ্যাম্বুলেন্স সংযোজনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

Exit mobile version