Site icon janatar kalam

উদয়পুরে মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে রাজ্যপালের পরিদর্শন, ত্রিপুরাবাসীর কল্যাণে প্রার্থনা

জনতার কলম আগরতলা প্রতিনিধি:- রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু মঙ্গলবার উদয়পুরে মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির পরিদর্শন করেন এবং পূজা অর্চনা করেন। এদিন তিনি ত্রিপুরার মানুষের কল্যাণ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা জানান।

পরিদর্শনকালে রাজ্যপাল নব কলেবরে গড়ে তোলা মন্দির চতুর দৌর করে দেখেন। তিনি মাতা ত্রিপুরাসুন্দরী গ্যালারী, মেডিটেশন হল, পূণ্যার্থীদের বিশ্রামের স্থান এবং অন্যান্য নবনির্মিত সুযোগ-সুবিধা ঘুরে দেখেন।

গোমতী জেলার জেলাশাসক রিস্ক লাখের রাজ্যপালকে মন্দিরের চলমান ও ভবিষ্যৎ উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন।

এই সময় রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন গোমতী জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে, রাজ্যপালের যুগ্ম সচিব রতন ভৌমিক এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ। রাজভবন সূত্রে এই তথ্য জানানো হয়েছে।

 

 

Exit mobile version