জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফেব্রুয়ারি মাস শেষ হতেই কমে গেছে শীতের দাপট। কিন্তু মরসুমের অতিথিরা এখনো কিন্তু নিজ নিজ দেশে ফেরত যায়নি। কয়েকবছর আগেও উদয়পুর শহরের সুখ সাগর জলাশয়ে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি ভিড় করত। জানুয়ারি মাসের শেষ দিকেই উদয়পুর শহরে বিভিন্ন জলাশয় এবং দিঘীগুলিতে দেখা মিলতে শুরু করেছে পরিযায়ীদের।
তবে উদ্বেগ বাড়িয়েছে উদয়পুরে বেশ কিছু পরিযায়ী পাখির মৃত্যু হচ্ছে প্রতিনিয়ত। বৃহস্পতিবার সকালেও পক্ষীপ্রেমীরা মর্নিং ওয়াক করার সময় জগন্নাথ দিঘির পাড়ে কিছু পরিযায়ী পাখি রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখতে পায়। ঐ পক্ষীপ্রেমীরা দেখতে পায় যে পরিযায়ী পাখিরা মৃত্যুর কোলে ঢলে পড়েছে।
পাশাপাশি আরও জানা গিয়েছে শুধু জগন্নাথ দীঘির পাড়েই নয় সুখ সাগর জলা সহ আরো বেশ কিছু জায়গায় পরিযায়ী পাখির এভাবেই মৃত্যু। পক্ষীপ্রেমীরা বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের কাছে তদন্তেরও দাবি জানিয়েছেন এবং প্রাণিসম্পদ ও বন দপ্তর আধিকারিকদের দৃষ্টি আকর্ষন করেছেন।