Site icon janatar kalam

উদয়পুরে কালী মন্দিরে চুরি: স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- ধর্মীয় প্রতিষ্ঠানে চুরি যেন নিত্যদিনের ঘটনা—এবার লক্ষ্য করেছে উদয়পুর উত্তর ছাতারিয়া এলাকার উত্তর ছাতারিয়া কালী মন্দির। গভীর রাতে চোরের একটি দল মন্দিরের গ্রিল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রণামী বাক্স ভেঙে প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকা এবং মন্দিরে রাখা অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।

স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিন খোকন সাহা নামে এক ব্যক্তি মন্দিরে পূজা দিতে আসেন। আজ সকালে এলাকাবাসী তালা ভাঙা দরজা এবং এলোমেলো অবস্থায় ছড়ানো জিনিসপত্র দেখে চাঞ্চল্য প্রকাশ করেন। প্রণামী বাক্স খালি এবং অন্যান্য মূল্যবান সামগ্রী উধাও হওয়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় হতাশা ও রোষ দেখা দিয়েছে।

স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। তবে উদয়পুর শহরে বারবার চুরি হওয়া এবং পুলিশের তৎপরতার অভাব নিয়ে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। একাধিক চুরির ঘটনা এবং মহকুমা পুলিশের কার্যক্রমে অভিযোগজনিত ত্রুটি এলাকাবাসীর নিরাপত্তার প্রতি প্রশ্ন তুলে দিয়েছে।স্থানীয়রা আশা করছেন, পুলিশ দ্রুত দোষীদের সনাক্ত ও গ্রেপ্তার করবে এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেবে।

 

Exit mobile version