জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সোমবার সকালে উদয়পুর রাধাকিশোরপুর থানা অন্তর গত মহারানী আউট পোস্টে খবর আসে মহারানী জামতলা ব্রিজ সংলগ্ন কেনেলের পারে এক যুবকের মূত দেহ পড়ে রয়েছে।খবর পেয়ে মহারানী আউট পোস্ট থেকে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে এলাকার লোকজন যুবকটি কে চিনতে পারে নি। পরবর্তী সময়ে পুলিশ খোঁজ খবর নিয়ে জানতে পারে কিল্লা থানাধীন ডাকমুড়া এলাকার মূত মলিন্দ্র জমাতিয়ার ২২ বছরের ছেলে মত সিং জমাতিয়া ওরফে চিকন।পুলিশ জানিয়েছে গতকাল বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়িতে যায় নি। পুলিশ তদন্ত শুরু করেছে।ময়না তদন্তের পর মূতের আসল রহস্য জানা যাবে বলে জানান। বর্তমানে মূতদেহ মহারানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।মত সিং জমাতিয়ার মূত্যুর খবরে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।