Site icon janatar kalam

উত্তর প্রদেশে গোভর্ধন পূজা উদযাপন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শুভেচ্ছা

জনতার কলম ওয়েবডেস্ক :- উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোভর্ধন পূজার বিশেষ উপলক্ষে রাজ্যের বাসিন্দাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এবং তাদের সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেছেন।

এই শুভ দিনে মুখ্যমন্ত্রী গোরখপুরের গোরখনাথ মন্দিরের গোশালায় প্রচলিত রীতিনীতির সঙ্গে পূজা অর্চনা সম্পন্ন করেছেন। তিনি গাভীদের গুড় ও চারাপানি খাইয়ে ‘গোভর্ধন পূজা’ অনুষ্ঠান সম্পূর্ণ করেছেন।

মুখ্যমন্ত্রী তার সোশ্যাল মিডিয়ার পোস্টে লিখেছেন, “গোসংরক্ষণ ও প্রকৃতি সংরক্ষণের জনকল্যাণমূলক প্রতিশ্রুতির পবিত্র প্রকাশ ‘গোভর্ধন পূজা’-র শুভ উপলক্ষে সকল ভক্ত ও রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”

তিনি আরও বলেছেন, “ভগবান শ্রীকৃষ্ণের অনুগ্রহে সবার জীবনে সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের আলো ছড়াক।”

যোগী আদিত্যনাথ গোভর্ধন পূজার আধ্যাত্মিক ও পরিবেশগত গুরুত্বের ওপরও আলোকপাত করেছেন। তিনি বলেছেন, “গোমাতা আমাদের আস্থা ও সংস্কৃতির ভিত্তি, যিনি প্রকৃতি, পরিবেশ এবং প্রথার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গোরখনাথ মন্দিরের গোশালায় গোমাতার পূজা করে, গুড় খাওয়ানো ও সেবা করার মাধ্যমে আজ এই ভাবনার প্রকৃত প্রকাশ ঘটেছে।”

গোভর্ধন পূজা কার্তিক শুক্ল প্রতিপদায় উদযাপিত হয় এবং এটি দীপাবলির চতুর্থ দিন পড়ে। এই দিনে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা সহ গোভর্ধন পাহাড় ও গোমাতার পূজা করে থাকেন। এই উৎসব ভক্তদের জন্য আস্থা, কৃতজ্ঞতা এবং প্রকৃতি সংরক্ষণের প্রতীক।

Exit mobile version