Site icon janatar kalam

উচ্ছেদ হওয়া পরিবার গুলির জন্য বিকল্প বাসস্থানের ব্যবস্থা করার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীর নিকট বিরোধী দলনেতার চিঠি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকায় উচ্ছেদ হওয়া পরিবার গুলির জন্য দ্রুত সমস্ত ধরনের ন্যূনতম মানবিক সুবিধাযুক্ত বিকল্প বাসস্থানের ব্যবস্থা করার আবেদন মুখ্যমন্ত্রী কাছে জানালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। রবিবার বর্ডার গোলচক্কর এলাকা পরিদর্শন করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ বিধায়ক দল ও সিপিআইএম নেতৃত্ব।

তারা কথা বলেন উচ্ছেদ হওয়া পরিবারগুলি সঙ্গে। সোমবার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কাছে চিঠি লিখেন। চিঠিতে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখেন এই গুরুতর বিষয়টিকে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করে কালক্ষেপ না করে যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করার।

বিরোধী দলনেতা চিঠিতে বলেন বিকল্প জাতীয় সড়ক নির্মাণের উদ্দেশ্যে রাস্তার পার্শ্ববর্তী খাস জমিতে ৬-৭ দশক ধরে বসবাসর শ্রমজীবী অংশের গরিব মানুষের বাড়িঘর গুলি বুলডোজার দিয়ে ভাঙ্গা শুরু হয়েছে।

তাদের একমাত্র সম্বল এই বাড়িঘরগুলি সম্বল এই বাড়ি গুলি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ফলে গরিব মানুষগুলি পরিবার নিয়ে খোলা আকাশের নিচে পরিবার নিয়ে বসবাস করতে বাধ্য হচ্ছেন।উচ্ছেদ হওয়া পরিবারগুলির প্রায় ৯৯ শতাংশের পক্ষে অন্য কোথাও ঘর ভাড়া করে বা অন্যভাবে বাসস্থানের ব্যবস্থা করা প্রায় অসম্ভব বলা চলে।

 

 

Exit mobile version