Site icon janatar kalam

উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের ফর্ম ফিলাপ শুরু ১০ই জানুয়ারি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ফেব্রুয়ারি মাসের ২৪ এবং ২৫ তারিখ শুরু হচ্ছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা। যার জন্য আগামী ১০ জানুয়ারি থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনলাইনে ফর্ম ফিলাপ শুরু হবে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

বুধবার পরীক্ষা সংক্রান্ত সার্বিক বিষয়ে পর্ষদ সচিব দুলাল দে সংবাদ মাধ্যমকে জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার দিনক্ষন ঘোষণা হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি এবং মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২৫ ফেব্রুয়ারী থেকে।

তাই প্রত্যেক পরীক্ষার্থীর ভেরিফিকেশন রির্পোটগুলির প্রিন্টআউট নিয়ে বিদ্যালয় প্রধানের স্বাক্ষর নেবার পরেই অনলাইনে টাকা দেওয়ার পর ১ ফেব্রুয়ারী বিকেল ৫টার মধ্যে বিদ্যালয় প্রধানের স্বাক্ষরিত রির্পোটটি পর্ষদে জমা দিতে হবে বলে জানান তিনি।

Exit mobile version