Site icon janatar kalam

ইরানের ওপর মার্কিন হামলা, উদ্বেগ প্রকাশ সৌদি’র

জনতার কলম ওয়েবডেস্ক :- ইজরায়েল ইরান যুদ্ধে ‘এন্ট্রি’ নিয়ে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের তিনটি পরমাণুঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে সরাসরি অংশগ্রহণে উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব। শনিবার (২২ জুন) সৌদি আরবের বিদেশ মন্ত্রক সমাজমাধ্যম X হ্যান্ডেলে এক বিবৃতি মারফত উদ্বেগ প্রকাশ করে। প্রসঙ্গত, গত মে মাসেই সৌদি আরব ইরানকে ট্রাম্পের সঙ্গে পারমাণবিক চুক্তি করতে আহ্বান জানিয়েছিল।

বিবৃতিতে বলা হয়, ‘ইরানের ওপর মার্কিন হামলা, বিশেষ করে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার ঘটনাকে গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে সৌদি। এর আগে ১৩ জুনের বিবৃতিতেও সৌদি আরব ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিল।

সৌদি সরকার যুদ্ধ পরিস্থিতি আরও অবনতি হবে বলে মনে করছেন। ফলে প্রবল আশঙ্কা সৃষ্টি হতে পারে মধ্যপ্রাচ্যে। তাই সৌদি আরব মনে করে যুদ্ধে সর্বোচ্চ সংযম দেখানো উচিত। দুই দেশকেই উত্তেজনা প্রশমনের ওপর জোর দিয়েছে তারা। পাশাপাশি আন্তর্জাতিক সংঘকে এই সংকটজনক রাজনৈতিক সমাধানের জন্য একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে রিয়াধ।

Exit mobile version