জনতার কলম আগরতলা প্রতিনিধি :-রক্তের অভাবে যাতে কোনো রোগীর চিকিৎসা ব্যাহত না হয়, সেই লক্ষ্যকে সামনে রেখে জরুরি ভিত্তিক ব্লাড সার্ভিস সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ রাজ্যব্যাপী উদ্যোগের সূচনা করল ত্রিপুরা সরকার। আগরতলায় আয়োজিত এক অনুষ্ঠানে এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেন, স্বেচ্ছা রক্তদান একটি মহৎ মানবিক দায়িত্ব। দুর্ঘটনা কিংবা জরুরি চিকিৎসার সময় রক্তের প্রয়োজন দ্রুত মেটাতে জরুরি ভিত্তিক ব্লাড সার্ভিস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি সমাজের সর্বস্তরের মানুষকে নিয়মিত স্বেচ্ছা রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।
রাজ্যপাল আরও বলেন, রক্তদান নিয়ে মানুষের মধ্যে এখনো নানা ভ্রান্ত ধারণা রয়েছে। সেগুলি দূর করে সচেতনতা বাড়াতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর হবে। সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলির সম্মিলিত প্রচেষ্টায় এই পরিষেবা আরও সফল হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ‘রক্তদান জীবন বাঁচায়’ শীর্ষক একটি স্বল্পদৈর্ঘ্য ভিডিও প্রদর্শন করা হয়, যা উপস্থিত সকলের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। পাশাপাশি রক্তদানের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় এবং স্বেচ্ছা রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয়।
এদিনের অনুষ্ঠানে জেলা শাসক ডা. বিশাল কুমারসহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, ইমাজেন্সি ব্লাড সার্ভিস ও রে অব লাইফ-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

