Site icon janatar kalam

ইমরান তাহিরের ইতিহাসিক রেকর্ড: ৪৬ বছর বয়সে T20 ক্রিকেটে ৫ উইকেট নিয়ে প্রথম কেপ্টেন

জনতার কলম ওয়েবডেস্ক :- ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫: গুয়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের জয়, ফাল্কন্সকে ৮৩ রানে হারালেন ইমরান তাহির।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫-এ গুয়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এবং এন্টিগুয়া ও বারবুমা ফাল্কন্সের মধ্যকার ম্যাচে গুয়ানা অ্যামাজন ওয়ারিয়র্স দলের বিপুল জয় হয়েছে। এই ম্যাচে গুয়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ৮৩ রানের বিশাল ব্যবধানে ফাল্কন্সকে হারিয়েছে। দলের এই জয়কে ইতিহাসিক করে তুলেছেন ৪৬ বছর বয়সী ইমরান তাহির, যিনি নিজের অভূতপূর্ব পারফরম্যান্স দিয়ে সবাইকে চমকে দিয়েছেন।

 

ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ!

গুয়ানা অ্যামাজন ওয়ারিয়র্স প্রথমে ব্যাট করে ২১১ রানের বড় স্কোর দাঁড় করায়। পরে এন্টিগুয়া ও বারবুমা ফাল্কন্স দলের ব্যাটসম্যানরা শুধু ১২৮ রানে অল আউট হয়ে যায়।

ইমরান তাহির ম্যাচে ৪ ওভার খেলে ২১ রান দিয়ে ৫ উইকেট নেন। তার বোলিংয়ে ফাল্কন্সের ব্যাটসম্যানরা একেবারেই আটকে যায়। এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি ৪৬ বছর ১৪৮ দিন বয়সে T20 ক্রিকেটে ফাইভ উইকেট হোল্ড নেন, যা তাঁকে ইতিহাসের সবচেয়ে বয়সী কেপ্টেন হিসেবে রেকর্ডের শীর্ষে বসিয়েছে।

 

ইতিহাসে নিজের নাম লেখালেন ইমরান তাহির!

ইমরান তাহির এই পারফরম্যান্সের মাধ্যমে মালাবির কেপ্টেন মোআজ্জম আলি বেগের রেকর্ড ভেঙে দিয়েছেন। মোআজ্জম ৩৯ বছর বয়সে মালাবির কেপ্টেন হিসেবে ক্যামেরুনের বিরুদ্ধে ফাইভ উইকেট হোল্ড করেছিলেন।

এছাড়া ইমরান তাহির T20 ক্রিকেটে প্রথম কেপ্টেন, যিনি ৪০ বছরের বেশি বয়সে ফাইভ উইকেট হোল্ড করেছেন। এর আগে এই বয়সে কোনো কেপ্টেন এই কৃতিত্ব অর্জন করেননি।

 

T20 ক্রিকেটের অন্যান্য রেকর্ড!

ইমরান তাহির এখন T20 ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ফাইভ উইকেট হোল্ড নেয়ার রেকর্ডের অধিকারী। তিনি মোট ৫বার ফাইভ উইকেট হোল্ড নিয়েছেন। এই রেকর্ডে তিনি শাহীন আফ্রিদি, লাসিথ মালিঙ্গা, ভুবনেশ্বর কুমার, শাকিব আল হাসান-এর সঙ্গে সমান হয়েছেন।

T20 ক্রিকেটে সর্বাধিক ফাইভ উইকেট হোল্ডের রেকর্ডটি ডেভিড ওয়িসের নামে, যিনি ৭বার এই কৃতিত্ব অর্জন করেছেন।

 

📌 হাইলাইটস

ইমরান তাহির ৪৬ বছর বয়সে T20 ক্রিকেটে ফাইভ উইকেট হোল্ড নিলেন।

এন্টিগুয়া ও বারবুমা ফাল্কন্সকে ৮৩ রানে হারালেন গুয়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

প্রথম কেপ্টেন হিসেবে ৪০ বছরের বেশি বয়সে ফাইভ উইকেট হোল্ড করার রেকর্ড।

T20 ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক ফাইভ উইকেট হোল্ড নেয়ার রেকর্ডে পৌঁছালেন।

শাহীন আফ্রিদি, লাসিথ মালিঙ্গা, ভুবনেশ্বর কুমার, শাকিব আল হাসানদের সমান কৃতিত্ব অর্জন।

Exit mobile version