জনতার কলম ওয়েবডেস্ক :- জীবন কোথা থেকে কোথায় গড়ায়! একদা পাক ক্রিকেট অধিনায়ক, তথা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে তোষাখানা মামলায় তিন বছরের হাজতবাসের সাজা দিল ইসলামাবাদের আদালত। সেই সঙ্গে ১ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে।পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নেতা ইমরান খানের বিরুদ্ধে তোষাখানা তছরূপের মামলা চলছিল।সেই মামলার শুনানিতে ইসলামাবাদের নিম্ন আদালত এই সাজা শুনিয়েছে। তবে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী এবার উচ্চ আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।