জনতার কলম ওয়েবডেস্ক :-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল কটাক্ষ করে বলেছেন, নরেন্দ্র মোদী ২২-২৫ রাজা ও মহারাজা তৈরি করেছেন। তাদের নাম ভিন্ন। তাদের নতুন নাম আদানি এবং আম্বানি। তবে তারা রাজা এবং নরেন্দ্র মোদী তাদের জন্য ২৪ ঘন্টা কাজ করেন।
নির্বাচনের পর ইডি-র লোকজন যখন নরেন্দ্র মোদীকে আদানি সম্পর্কে জিজ্ঞাসা করবে, তখন নরেন্দ্র মোদী বলবেন- আমি জানি না, পরমাত্মা আমাকে এটা বলেছেন।
রাহুল গান্ধী এদিন আরও বলেছেন, নরেন্দ্র মোদী জি, লম্বা লম্বা ভাষণ দেওয়া বন্ধ করুন। শুধু বলুন বিহারের কত সংখ্যক যুবকদের কর্মসংস্থান দিয়েছেন। আপনি ২ কোটি যুবককে চাকরি দেওয়ার কথা বলেছিলেন, কাউকে চাকরি দেননি। আগে যুবকরা সেনাবাহিনী ও সরকারি সেক্টরে যেতে পারত, কিন্তু নরেন্দ্র মোদী সব পথ বন্ধ করে দিয়েছেন।
রাহুল গান্ধী আরও বলেছেন, ৪ জুন ইন্ডি সরকার আসছে। সরকার গঠনের সঙ্গে সঙ্গেই আমরা অগ্নিবীর প্রকল্প শেষ করব। সেনাবাহিনী এই পরিকল্পনা নিয়ে আসেনি। নরেন্দ্র মোদী সেনাবাহিনীর ওপর অগ্নিবীর প্রকল্প চাপিয়ে দিয়েছেন।