Site icon janatar kalam

ইন্ডিয়া জোটকে ডুবিয়ে দিতে পারেন নীতীশ কুমার : চিরাগ 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চার রাজ্যের বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের ভরাডুবি নিয়ে এবার মুখ খুললেন লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) সাংসদ চিরাগ পাসোয়ান, তিনি জানান , “শুধু ভারত জোটের জন্য নয়, কোনও জোটের জন্য – যদি এমন কোনও নেতা থেকে থাকেন যিনি পুরো জোটকে ডুবিয়ে দিতে পারেন, তিনি হলেন নীতীশ কুমার।  যদি ভারত জোটের কোনও ক্ষতি হয় , এটা নীতিশ কুমার এবং তার বক্তব্যের কারণে। তিনি যেভাবে নারী-বিরোধী এবং দলিত-বিরোধী মন্তব্য করেছিলেন, বিহারে জাত সমীক্ষায় যেভাবে তাদের রাজনৈতিক সুবিধার জন্য জালিয়াতি করা হয়েছিল তা মানুষ বুঝতে পেরেছে। নীতীশ কুমার বিরোধী দল হারানোর সবচেয়ে বড় কারণ ” আমি বিশ্বাস করি যে আসন্ন ২০২৪ সালের নির্বাচনে এনডিএ তার সর্বকালের সবচেয়ে বড় বিজয় নথিভুক্ত করবে বলে তিনি জানান ।

 

 

 

Exit mobile version