Site icon janatar kalam

ইন্ডিগোর বিমানের ইঞ্জিনে আগুন

জনতার কলম ওয়েবডেস্ক :- আবার বিমান ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যে বিপদবার্তা (মে ডে কল) পাঠাতে হল পাইলটকে। আগুন ধরে গেল বিমানের ইঞ্জিনে। অহমদাবাদ থেকে দিউ যাওয়ার পথে আবার বিমান বিপত্তি। আবার বিমান ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যে বিপদবার্তা (মে ডে কল) পাঠাতে হল গাইলটকে। ইন্ডিগোর ওই বিমানের ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল। রানওয়ে ছাড়ার পরমুহূর্তেই তা পাইলট টের গান। ‘মে ডে কল’ পাঠান।

অল্পের জন্য দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ইঞ্জিনে আগুন নিয়েই বিমানটিকে নিরাপদে রানওয়েতে ফেরাতে পেরেছেন পাইলট। যাত্রীরা সকলে সুরক্ষিত। ইন্ডিগোর ৬ই ৭৯৬৬ বিমানটিতে ৬০ জন যাত্রী ছিলেন।

বিমান সংস্থার তরফে মুখপাত্র একটি বিবৃতিতে বলেছেন, “অহমদাবাদ থেকে দিউ যাওয়ার পথে ইন্ডিগোর বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। নিয়ম মেনে পাইলট কর্তৃপক্ষকে তা জানান এবং বিমানটিকে আবার রানওয়েতে ফিরিয়ে আনেন। ওই বিমানের প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা করা হবে। তার পর আবার তা ব্যবহার করা হবে।”

Exit mobile version