Site icon janatar kalam

ইতিহাসের বইয়ে নাম লিখলেন জেমস অ্যান্ডারসন

জনতার কলম ওয়েবডেস্ক :- ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন শনিবার ইতিহাসের বইয়ে তার নাম খোদাই করেছেন। খেলার ইতিহাসে প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেট এবং সামগ্রিকভাবে তৃতীয় বোলার হিসেবে ইতিহাসের খাতায় নাম অর্জন করেছেন। বয়সহীন ইংলিশ পেস বিস্ময়, যিনি এই জুলাইয়ে ৪২ বছর বয়সী হবেন। ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পঞ্চম এবং শেষ টেস্টের সময় এই মাইলফলক অর্জন করেছিলেন।

২০০২ সালে ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হওয়া অ্যান্ডারসন এখন ১৮৭ টেস্ট ম্যাচে ৭০০ উইকেট নিয়েছেন। এটি ২৬.৫২ গড়ে এবং ৫৬.৯ স্ট্রাইক রেটে এসেছে, ৩২ টি পাঁচ উইকেট এবং তিনটি দশ উইকেট হল তার নামে। এক ইনিংসে তার সেরা বোলিং ফিগার ৭/৪২।

 

 

Exit mobile version