Site icon janatar kalam

ইতিহাসের পাতায় নাম লেখাল ভারত…চাঁদের পাহাড়’-এ সফল অবতরণ ভারতের চন্দ্রযান-৩-এর

জনতার কলম ওয়েবডেস্ক :- অবশেষে চাঁদের মাটি ছুঁল চন্দ্রযান ৩। ইতিহাস গড়ল ভারত। দুরন্ত সাফল্য ইসরোর। নির্দিষ্ট সময়েই চাঁদের বুকে নামল ল্যান্ডার ‘বিক্রম’। চাঁদের দক্ষিণ মেরু সন্নিহিত অগম্য স্থানে ভারত। সারা দেশের যাবতীয় প্রার্থনা সার্থক হল। অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদি। এদিন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেন, ‘ভারত চাঁদে পৌঁছেছে। সফ্ট ল্যান্ডিং করতে পেরেছি আমরা।

এদিন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল শেষ ১৫ মিনিটের যাত্রা। পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বার্তা দিলেন প্রথমে ISRO-র বিজ্ঞানীদের শুভেচ্ছাজানালেন তিনি। তারপর বলেন, এরকম ইতিহাস তৈরি দেখতে পারলে জীবন ধন্য হয়ে যায়। তিনি জানান, চাঁদের মাটিতে ভারত পা রেখেছে। এরকম ঐতিহাসিক ঘটনা দেশের চিরদিনের চেতনা হয়ে থেকে যায়। এই মুহূর্ত অবিস্মরণীয়, অভূতপূর্ব। এটা গর্বের। গোটা দুনিয়া আজ আমাদের দিকে তাকিয়ে ছিল।

 

 

 

Exit mobile version