জনতার কলম আগরতলা প্রতিনিধি :-শনিবার ইচাবাজারে প্রবীর দাসের গোডাউনে তল্লাশি চালিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত দেড় বছর ধরে ট্রান্সপোর্ট ব্যবসায়ী অরুণ ঘোষ ওই গোডাউনটি ভাড়া নিয়ে ব্যবসা চালাচ্ছিলেন। মালিক প্রবীর দাস জানিয়েছেন, তিনি মাসিক ৮০ হাজার টাকার বিনিময়ে গোডাউনটি ভাড়া দিয়েছিলেন।
জানা গেছে, জিরানিয়া ফেন্সি কাণ্ডের ঘটনার কিছুদিন পরেই পুলিশ ওই গোডাউন সীল করে দিয়েছিল। শনিবার আবারও গোডাউনে অভিযান চালিয়ে পুলিশ গুরুত্বপূর্ণ জিনিসপত্র তল্লাশি করছে।
এর আগে, গত সোমবার ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি নারকোটিক শাখা ধলেশ্বরের ১০ নম্বর দেবেন্দ্র রোডে অরুণ ঘোষের বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশির নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সৌভিক দে।
জিরানিয়া ফেন্সি কাণ্ড রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য দিকগুলো উদঘাটনের জন্য তদন্ত আরও ত্বরান্বিত করা হয়েছে।

