জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ইকফাই ইউনিভার্সিটির নাম করে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি কোয়েল ঘোষ নামে ১৯ বছর বয়সী এক ছাত্রী । প্রসঙ্গত কোয়েল ঘোষ প্রয়াত শিক্ষক সুভাষ ঘোষের কন্যা । ইকফাই ইউনিভার্সিটিতে কোয়েল এলএলবি পড়তো । প্রয়াত শিক্ষক সুভাষ ঘোষ ছিল কমলপুরের সন্দন প্রতিনিধি ।গত শনিবার মেয়ের সাথে কথা হয়েছিল মায়ের । তারপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি,পরিবারের লোকজনদের মধ্যে । পরবর্তী সময় কোয়েলের মা ও আত্মীয়-স্বজন ছুটে যায় আগরতলায় এবং আগরতলা পূর্ব মহিলা থানায় একটি মিসিং ডায়েরি করেছে। এদিকে গত কয়েকদিন অতিক্রম হয়ে গেলেও মেয়ের কোন খোঁজখবর না পাওয়ায় চাঞ্চল্য দেখা দিয়েছে পরিবার সহ গোটা এলাকায়। এ নিয়ে কোয়েলের মা ৯৮৬৩০৮১৩১৫ এই নম্বরে যোগাযোগ করার জন্য কাতর আবেদন জানিয়েছে।