Site icon janatar kalam

ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের জন্য ভারতের দল ঘোষণা

জনতার কলম ওয়েবডেস্ক :- ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ টি-টোয়েন্টি সিরিজের দল বেছে নিল জাতীয় নির্বাচক কমিটি। এনসিএ থেকে এদিনই ফিটনেস সার্টিফিকেট পেয়েছেন মহম্মদ শামি। আর একইদিনে জোড়া সুখবর পেলেন তারকা পেসার। ওডিআই বিশ্বকাপের ফাইনালের পর ফের জাতীয় দলে ফিরলেন শামি। আর ‘ঘরের মাঠ’ ইডেনেই প্রত্যাবর্তন তাঁর। ২২ জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে সিরিজের শুভারম্ভ। শেষ ২ ফেব্রুয়ারি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

এক ঝলকে দেখে নিন ইংল্যান্ডের বিরুদ্ধে ঘোষিত ভারতের টি-২০ দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), হর্ষিত রানা, অর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক)

ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের সূচি

২২ জানুয়ারি: প্রথম টি-টোয়েন্টিআই (কলকাতা)

২৫ জানুয়ারি: দ্বিতীয় টি-টোয়েন্টিআই (চেন্নাই)

২৮ জানুয়ারি: তৃতীয় টি-টোয়েন্টিআই (রাজকোট)

৩১ জানুয়ারি: চতুর্থ টি-টোয়েন্টি আই (পুণে)

২ ফেব্রুয়ারি: পঞ্চম টি-টোয়েন্টিআই(মুম্বই)

Exit mobile version