জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসাম রাইফেলস ব্যাটালিয়ন এর ইন্সপেক্টর জেনারেল আসাম রাইফেলস (পূর্ব) এর তত্ত্বাবধানে ২৬ আগস্ট ২০২৩ শনিবার ত্রিপুরার দক্ষিণ তকমা গ্রামের মহিলাদের জন্য “নারী সমতা দিবস” স্মরণে মহিলাদের ক্ষমতায়নের উপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে বিজ্ঞান, প্রযুক্তি, রাজনীতি, শিক্ষা, ব্যবসা, শিল্পকলা এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে নারীরা যে বৈষম্যের সম্মুখীন হচ্ছে সে জায়গায় নারীদের কৃতিত্ব তুলে ধরা হয় । এই অনুষ্ঠানে ভোটাধিকারীদের প্রচেষ্টার কথাও তুলে ধরা হয়েছিল যারা কঠিন যুদ্ধে লড়াই করেছে এবং লিঙ্গ বৈষম্য দূর করতে অগ্রণী ভূমিকা পালন করে লিঙ্গ সমতাকে সমর্থন করার জন্য অনেক বাধা অতিক্রম করেছে। এর উদ্দেশ্য ছিল তরুণ ও আসন্ন প্রজন্মের নারীদের অনুপ্রাণিত কর। যাতে তারা কোনো বাধা ছাড়াই যে কোনো পেশা বেছে নিতে উৎসাহিত হতে পারে । এদিন একটি অন্তর্ভুক্তিমূলক বিশ্ব তৈরি করে যেখানে প্রতিটি নারীকে সম্মান, সম্মানিত করা হয় এবং কোনো পক্ষপাত ছাড়াই নিজের পছন্দের সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দেওয়া হয়।এই অনুষ্ঠানে মোট ৭৩ জন মহিলা এবং ৩৩ জন পুরুষ উপস্থিত ছিলেন। আসাম রাইফেলস কর্তৃক রাজ্যের নারীদের শিক্ষিত ও উন্নতির জন্য গৃহীত এই উদ্যোগটি উপস্থিত নারীদের দ্বারা অত্যন্ত প্রশংসিত হয়েছিল।