Site icon janatar kalam

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মমতাকে খুশি করতে ব্যস্ত রাজ্যের ঘাসফুল নেতৃত্ব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে ঘুমন্ত ঘাসফুল আচমকা জেগে উঠল। সম্ভবত আগস্ট মাসের প্রথম সপ্তাহে হতে যাচ্ছে ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে সামনে রেখে রবিবার সাংগঠনিক বৈঠক হয় তৃণমূল কংগ্রেসের। প্রদেশ অফিসে হয় সাংগঠনিক বৈঠক। এতে প্রতিটি জেলা থেকে নেতৃত্ব অংশ নেন। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা শান্তনু সাহা সহ অন্যরা। বৈঠক নিয়ে যুব নেতা বলেন, পঞ্চায়েত নির্বাচনে লড়াই করবে তৃণমূল কংগ্রেস। প্রার্থীর বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে।

তিনি পশ্চিমবাংলার লোকসভা নির্বাচনের ফলাফলের প্রসঙ্গ টেনে বলেন, রাজ্যের মানুষ মনে করছেন ত্রিপুরা থেকে একমাত্র বিজেপিকে সরাতে পারে তৃণমূল। এছাড়া অন্য কোন দল নয়। তাই লোকসভার নির্বাচনের পরে প্রতিনিয়ত জনগণ যোগাযোগ রাখছেন। যুব নেতা আশাব্যক্ত করেন অধিক আসনে লড়াই করবে তৃণমূল। তিনি এও আশা করেন প্রার্থীরা জয়ীও হবে। পঞ্চায়েত নির্বাচনের প্রচারে পশ্চিমবাংলা থেকে নেতৃত্বও আসবে।

 

 

Exit mobile version