জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আরও লম্বা হল চাকরি চ্যুত শিক্ষকদের মৃত্যুর তালিকা। শনিবার ভোরে প্রয়াত হন আরও এক শিক্ষিকা। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮৭ জন।চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের মধ্যে স্বপ্না ভট্টাচার্য নামে আরও এক শিক্ষিকার মৃত্যু। প্রয়াত শিক্ষিকার বাড়ি রাজধানীর ৭৯ টিলা এলাকায়। শনিবার ভোরে নিজ বাড়িতে প্রয়াত হন তিনি।
চাকুরিচ্যুত হওয়ার পর স্বপ্না ভট্টাচার্য মানসিক ভাবে ভেঙ্গে পড়েন। তারপর তিনি কিডনি ও লিভার জনিত রোগে আক্রান্ত হন। আর্থিক অনটনের কারনে তিনি উন্নত চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারেন নি। অবশেষে এক প্রকার বিনা চিকিৎসায় শনিবার ভোরে তিনি নিজ বাড়িতে প্রয়াত হন। শিক্ষিকা স্বপ্না ভট্টাচার্য-র প্রয়াণে শোক প্রকাশ করে জয়েন্ট মুভমেন্ট কমিটি।এখনো পর্যন্ত চাকুরিচ্যুত ১৮৭ জন শিক্ষক-শিক্ষিকার মৃত্যু হয়েছে।