Site icon janatar kalam

আরএসএস নিষিদ্ধের দাবিতে আগরতলায় যুব কংগ্রেসের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-কেরালার এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের আত্মহত্যাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরার রাজনীতি। আরএসএস-এর বিরুদ্ধে সরাসরি রাস্তায় নেমে প্রতিবাদ জানাল প্রদেশ যুব কংগ্রেস। সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে—আরএসএসকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

অভিযোগ, কেরালার সফটওয়্যার ইঞ্জিনিয়ার আনন্দু আজি আরএসএস-এর শাখা চলাকালীন এবং পরে সংগঠনের কিছু নেতার দ্বারা বারবার যৌন হয়রানির শিকার হন। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ওঠেন তিনি। শেষ পর্যন্ত অসহনীয় যন্ত্রণায় নিজের জীবন শেষ করেন আনন্দু। মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় একাধিক আরএসএস সদস্যের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করে যান তিনি।

এই ঘটনার প্রতিবাদে বুধবার আগরতলার রাজপথে নেমে আসে প্রদেশ যুব কংগ্রেস। সংগঠনের সভাপতি নীলকমল সাহার নেতৃত্বে কর্মীরা আরএসএস-এর বিরুদ্ধে তীব্র স্লোগান দিতে থাকেন। তাঁরা পথ অবরোধ করে আরএসএস কর্মীদের কুশপুতুল দাহ করেন।

ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে একদল পুলিশ। প্রথমে পুলিশ আন্দোলনকারীদের শান্ত করতে চেষ্টা করে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বলপ্রয়োগ করে তাদের তুলে দেওয়া হয়। আন্দোলনকারীদের অস্থায়ীভাবে আটক করে এডি নগর পুলিশ মাঠে নিয়ে যাওয়া হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা বলেন, “কেরালার আনন্দু আজির মৃত্যু নিছক আত্মহত্যা নয়, এটি আরএসএসের অমানবিক নির্যাতনের ফল। দেশে এমন সংগঠন চলতে দেওয়া মানে ন্যায়ের উপর অন্যায়ের জয়কে মেনে নেওয়া।”

এদিনের বিক্ষোভে যুব কংগ্রেসের কর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সংগঠনের দাবি, এভাবে প্রতিবাদ চলবে রাজ্যের প্রতিটি জেলায়—যতক্ষণ না আরএসএস-এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

Exit mobile version