জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতীয় দলের আয়ারল্যান্ড সফরে অধিনায়ক হয়ে ফিরলেন যশপ্রীত বুমরা । দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে ছিলেন এই অভিজ্ঞ পেসার। আয়ারল্যান্ড সফরে তিনি ভারতের টি ২০ দলের নেতৃত্বে। পাশাপাশি সহ অধিনায়ক হয়েছেন ঋতুরাজ গায়কোয়াড। দলে এসেছেন বাংলার দুই বোলার শাহবাজ আমেদ ও মুকেশ কুমার।এমনকী দলে স্থান করে নিয়েছেন কেকেআর তারকা রিঙ্কু সিংও।
ভারতের এই দলে রয়েছেন বাংলার দুই বোলার। একজন স্পিনার শাহবাজ আমেদ ও পেসার মুকেশ কুমার। এই সফরে ভারতের কোচ হতে পারেন ভিভিএস লক্ষ্মণ। কারণ রাহুল দ্রাবিড়কে বিশ্রাম দেওয়া হতে পারে। ভারতের এশিয়া কাপ ও বিশ্বকাপে দলের কোচ ভার সামলাবেন দ্রাবিড়।
ভারতীয় দলে নেই রোহিত শর্মা ও বিরাট কোহলি। এই টি ২০ দলে বরং সুযোগ পেয়েছেন বরং আইপিএলে ভাল খেলা তারকারা। প্রসঙ্গত, আয়ারল্যান্ড সফরে ভারতীয় দল ১৮, ২০ এবং ২৩ অগাস্ট তিনটি টি ২০ ম্যাচ খেলবে।
বুমরার পাশাপাশি ফিরলেন তরুণ পেসার প্রসিদ্ধ কৃষ্ণ। লোকেশ রাহুলকে এখনই পাওয়া যাচ্ছে না। এশিয়া কাপে তাঁকে ভাবা হতে পারে। শ্রেয়স আইয়ারকে নিয়েও কিছু জানানো হয়নি বোর্ডের তরফে। মুকেশ কুমার, অর্শদীপ সিংদের কাছে এই সফর গুরুত্বপূর্ণ। দলে রয়েছেন কিপার-ব্যাটার জীতেশ শর্মা।
ভারতীয় দল: যশপ্রীত বুমরা (অধিঃ), ঋতুরাজ গায়কোয়াড় (সহ অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন, জীতেশ শর্মা, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণ, অর্শদীপ সিং, মুকেশ কুমার, আবেশ খান।