জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টি-২০ ম্যাচ জিতে তৃতীয় ম্যাচ ছিল নিয়মরক্ষার ও আইরিশদের হোয়াইট ওয়াশ করার লক্ষ। বুধবার সেই লক্ষ্য নিয়েই মাঠে নামতে চেয়েছিল ভারতীয় দল।বলা চলে ভারত বনাম আয়ারল্যান্ডের তৃতীয় টি-২০ ম্যাচে বরুণ দেবের ইচ্ছে ছিল একটু অন্য। সকাল থেকে আবহাওয়া খারাপ না থাকলেও ম্যাচ শুরুর কিছু আগে থেকেই পরিবর্তন হয় আবহাওয়ার। শুরু হয় বৃষ্টি। সেই বৃষ্টি আর খুব একটা থামার নাম নেয়নি।ফলে শেষ পর্যন্ত ম্যাচ আম্পায়ার দুই দলের অধিনায়কের সঙ্গে কথা বলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে দেন।যার ফলে ৩ ম্যাচে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল ভারতীয় দল। একশো শতাংশ জয় পেলেও ৩-০ করাটা হল না। ট্রফি নিয়ে ছবিও তোলে জসপ্রীত বুমরাহর নেতৃত্বাধীন দল । অধিনায়ক হিসেবে সিরিজ জেতার পাশাপাশি ২ ম্যাচে ৪ উইকেট নিয়ে সিরিজ সেরাও নির্বাচিত হয়েছেন । এবার তাঁর লক্ষ্য এশিয়া কাপ ও বিশ্বকাপে ভাল পারফর্ম করা।