Site icon janatar kalam

আম্বেদকর মাতৃ মিশনের উদ্যোগে গরীব দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আম্বেদকর সেবা সংঘের উদ্যোগে সামাজিক ন্যায় সমাজসেবা সমাজ সংস্কার দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে মঙ্গলবার অনুষ্ঠিত হলো অমৃত উৎসব। আগরতলা শহরতলী ইন্দ্রনগর সেবার সংঘের প্রাঙ্গনে আম্বেদকর মাতৃ মিশনের সহযোগিতায় আয়োজিত এই উৎসবের এদিন আনুষ্ঠানিক সূচনা করলেন আগরতলা পৌর নিগমের ৮ নং ওয়ার্ডের কর্পোরেটর সম্পা সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের প্রাণিসম্পদ ও মৎস্য এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও ছিলেন আম্বেদকর সেবা সংঘের সম্পাদক নেপাল চন্দ্র দাস সহ আরো বিশিষ্ট জনেরা। এদিনের এই অনুষ্ঠানে এলাকার দুস্থ মহিলাদের হাতে বস্ত্র তুলে দিলেন অতিথিরা। এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে মন্ত্রি সুধাংশু দাস বলেন, ডক্টর বি আর আম্বেদকর তৎকালীন সময়ে সমাজ সংস্কারের যে ভূমিকা নিয়েছিলেন মানুষকে সেবামূলক ভাবনাকে জাগ্রত করার জন্য সেই চিন্তাকে সামনে রেখে সমাজকে সমৃদ্ধ করার যে প্রয়াস সেটা প্রশংসার দাবি রাখে। এই কর্মসূচি সমাজে একটা ইতিবাচক ও সুন্দর বার্তা যাবে বলে প্রত্যাশা করেন মন্ত্রী শ্রীদাস।

 

 

 

Exit mobile version